চিলমারীতে বন্ধ থাকা রমনা লোকাল ট্রেন পুনরায় চালু দাবিতে মানববন্ধন

প্রকাশিত: 12:10 pm, July 31, 2023 | আপডেট: 12:10 pm,

চিলমারীতে বন্ধ থাকা রমনা লোকাল ট্রেন পুনরায় চালু দাবিতে মানববন্ধন

হীমেল কুমার মিত্র: আজ (৩০ জুলাই) রবিবার সকাল ৮টার দিকে চিলমারী, রৌমারী ও রাজিবপুর এলাকাবাসীর ব্যানারে রমনা রেলস্টেশনে চিলমারী কমিউটার ট্রেন ১ ঘণ্টা আটকে রেখে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

 

কুড়িগ্রামের চিলমারীতে বন্ধ থাকা রমনা লোকাল ট্রেন পুনরায় চালু ও রেলপথ মেরামতের দাবিতে চিলমারী কমিউটার ট্রেন ১ ঘণ্টা আটকে রেখে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এতে ভোগান্তিতে পড়েন রেলের যাত্রীরা।

 

মানববন্ধন বক্তব্য দেন- ইমরান সরকার, ছক্কু মিয়া, মমিনুল ইসলাম, রেজাউল ইসলাম, নিলয় ইসলাম, মতিয়ার রহমান ও জাহাঙ্গীর আলম সহ অনেকেই।

 

এদিকে চিলমারী কমিউটার ট্রেন সকাল ৮টায় রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও মানববন্ধনের কারণে ১ ঘণ্টা দেরিতে ছেড়ে যায়। এতে ভোগান্তির শিকার হন স্কুল, কলেজসহ কুড়িগ্রাম জেলা শহরের বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, বন্ধ থাকা রমনা মেইল ট্রেনটি পুনরায় চালু করতে হবে। কারণ বর্তমানে যে কমিউটার ট্রেন চালু করেছে সেটি সকাল ৮ টায় রংপুর যায় কিন্তু চিলমারী ফিরে আসে রাত ১২ টার পর। সে সময় যাত্রী শূন্য অবস্থায় ট্রেনটি থাকে। তবে রমনা মেইল (লোকাল) ট্রেন চালু করলে সকালে জেলার উদ্দেশ্যে রওনা করে কাজ শেষ করে আবার দুপুরের ফিরতি ট্রেনেই ফিরে আসা যাবে। এতে সড়কপথে গেলে যে টাকা ব্যয় হতো তা অনেক কমে যাবে। পাশাপাশি ব্যবসায়ীদের পরিবহণ ব্যয়ও কমবে। তাই দ্রুত রেলপথ মেরামত ও ট্রেন চালু করার দাবি জানান স্থানীয়রা।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *