সিরাজদিখানে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩ | আপডেট: ৫:১৬ অপরাহ্ণ,

বিনয় মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সিগঞ্জ সিরাজদিখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাাসন আয়োজনে বিন¤্র শ্রদ্ধায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

 

উপজেলা হলরুমে জাতীয় শোক দিবসের আলোচনা সভা, বৃক্ষ রোপণ ও অসহায় দুস্থ মাঝে খাদ্য সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন,উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা, থানার ওসি মুজাহিদুল ইসলাম সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, সিরাজদিখান উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ অন্যান্যোর মধ্যে উপস্থিতছিলেন তাঁতী লীগ সভাপতি মোঃ রাসেল শেখ সহ উপজেলা বিভিন্ন দপ্তর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

এছাড়াও উপজেলা সকল মসজিদে বাদ যোহর ইসলাম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী শহীদদের বিদেহী আত্মার শান্তি কামানা করে দোয়া মোনাজাত করা হয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *