১২ কেজি এলপিজি গ্যাস নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি হচ্ছে
হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টার :রংপুরে সরকারের বেধে দেয়া দামের চেয়ে ১২ কেজি এলপিজি গ্যাস নির্ধারিত দামের বেশিতে বিক্রি হচ্ছে।
১২ কেজি ওজনের এলপিজি গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়িয়ে ১২৮৫ টাকা করলেও ১৪০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। ফলে চরম সমস্যায় পড়েছেন ভোক্তাগণ।
সব মিলিয়ে দেখা গেছে গ্যাস বিক্রেতা সিন্ডিকেটের কাছে ক্রেতারা জিম্মি হয়ে পড়েছেন। তবে রংপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ (৫ সেপ্টেম্বর ) মঙ্গলবার সকাল ১১ টার সময় ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে করবেন বলে জানা যায়।
এরপরও যদি মূল্য নিয়ে টালবাহানা করা হয় তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান রংপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রংপুর নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ১১৪০ টাকার গ্যাস একলাফে ১৪০০ টাকা হয়ে গেছে।
ডিলার ও বিক্রেতা বলছেন পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি করা সম্ভব হচ্ছে না। তবে ক্রেতারা বিক্রেতাদের এই অজুহাত মেনে নিতে পারছেন না।
ক্রেতারা জরুরি ভিত্তিতে ভোক্তা অধিকারের অভিযান কামনা করছেন।
রংপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আজাহারুল ইসলাম জানান, আজ মঙ্গলবার ব্যাবসায়ীদের ডেকে আলোচনা করব। এর পরে কেউ সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি নিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।