সিরাজদীখানে ভূমিদস্যু জহির গ্রেপ্তার
সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদীখানে ভূমিদস্যু মো.জহিরুল ইসলাম জহিরকে গ্রেপ্তার করেছে সিরাজদীখান থানা পুলিশ । গেলো শনিবার রাতে উপজেলার লতব্দী ইউনিয়নের চরকমলাপুর তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করে। সে উপজেলার লতব্দী ইউনিয়নের পূর্ব রামকৃষ্ণদী গ্রামের মৃত ইবনে সাউদ মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান,জহির এলাকার জোড় করে কৃষকের ফসলী জমির মাটি কাটার দায়ে একাধিকবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড পেয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাধানোর অভিযোগ রয়েছে। তাই তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না।
লতব্দী ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ মো.ফজলুল হক বলেন,জহির একজন শীর্ষ সন্তাসী এবং ভূমি দস্যূ, তার বিরুদ্ধে ২০ টির মতো মামলা রযেছে।
সিরাজদীখান থানার ওসি মো.মুজাহিদুল ইসলাম জানান,জহির মূলত একজন ভূমি দস্যু। এ বছর ৩০ শে জুলাই তার বিরুদ্ধে থানায় রেহানা বেগম নামে এক নারী বাদী হয়ে মারামারি একটি মামলা দায়ের করেন। সে মামলার পলাতাক ছিল জহির। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গতকাল রবিবার দুপুরে আদালতে পেরন করা হয়েছে।