কেরানীগঞ্জ ভুয়া নারী ডিবি পরিচয় লিজা আক্তার জনতার হাতে আটক

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২৪ | আপডেট: ১১:৩৪ পূর্বাহ্ণ,

কেরানীগঞ্জ প্রতিনিধি :

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ আব্দুলাপুর এলকায় ভুয়া নারী ডিবি পরিচয় নওশাদ লিজা আক্তার গত ১৫ ই মে ২০২৪ ইং জনতার হাতে আটক। তাকে পুলিশের হাতে তুলে দেন জনতা। ভুক্তভোগী রিপন হাওলাদার জানান প্রায় সময় তার কারখানায় এসে ডিবি পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে রাজি না থাকায়। দুপুর ২টার দিকে কারখানা ৫ থেকে ৬ জনের একটি চক্র ডিবি পরিচয় দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে না চাইলে তাকে তুলে নেয়ার হুমকি দেন। লিজা আক্তার নামে ভুয়া নারী ডিবি পরিচয় দান কারী কর্মরত নারী শ্রমিকের গালে চড় থাপ্পর মারে। চিৎকার করিলে আশেপাশের জনতা তাদেরকে আটক করে, উত্তম মাধ্যম দেন।

কিছু দিন আগে লিজা আক্তার ওরফে লিমা ওরফে তমা আক্তার নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ির গ্যারেজে লুটপাট ও মারধরের ঘটনায় ঘটায়।এবিষয় ভুক্তভোগী রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ও বিভিন্ন প্রএিকায় সংবাদ প্রকাশ করা হয়। জানা যায় বরিশালের দশমিনা গত বছর ১০শে জুলাই ২০২৩ইং সালে লিজা আক্তার লিমা প্রকাশ তমা সাংবাদিক পরিচয় দিয়ে এক
ব্যাক্তিকে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ১০ হাজার টাকা নেয়ার অভিযোগ পাওয়া যায় ।

আরেক ব্যাক্তির কাছে ৭৫ হাজার টাকা চাঁদা দাবি করেন টাকা দিতে রাজি না থাকায় তাকে উঠিয়ে নেয়ার সময় জনতা হাতে আটক করে। এই বহুরুপী নারী লিজা তার কাছে সাংবাদিকের পরিচয় পএ জানতে চাইলে তিনি দেখাতে পারেনি। জনতা তাকে পুলিশের হাতে তুলে দেন।

এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ভুক্তভোগী রিপন হাওলাদার একটি মামলা দায়ের করেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *