ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোটারদের সাথে মতবিনিময় সভা

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, মে ১৯, ২০২৪ | আপডেট: ১০:৩১ অপরাহ্ণ,

নুরে আলম শাহ::::

ঠাকুরগাঁওয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ভাগের নির্বাচনে রানীশংকৈল উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে রানীশংকৈল থানার বিভিন্ন জায়গায় ভোটারদের সাথে মতবিনিময় করেন জেলা পুলিশ সুপার পিপিএম সেবা, উত্তম প্রসাদ পাঠক।
শনিবার (১৮ মে) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বিভিন্ন স্থানে ভোটারদের সাথে মতবিনিময় কালে বক্তব্য দেন, জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, (৫০ বিজিবি) পদাতিক, অধিনায়ক, ঠাকুরগাঁও, লেঃ কর্ণেল মোঃ তানজীর আহম্মদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,১ম ধাপের মতো আমরা ২য় ধাপেও অত্যন্ত সততা,নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে বলে জানান তারা। এছাড়া পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, এ নির্বাচন হবে উৎসব মুখর। তাই ভোটারদের ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে সকল প্রকার নিরাপত্তা বিধান করবে বলে জানান তিনি।
ঠাকুরগাঁওয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ ২য় ভাগের নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আসাদুজ্জামান,
রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার,জেলা নির্বাচন অফিসার, জেলা কমান্ড্যান্ট, আনসার ব্যাটালিয়ন, ঠাকুরগাঁও, সহকারি পুলিশ সুপার, রাণীশংকৈল সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *