জুরাইনের রাস্তা আজ হকারমুক্ত
নিজস্ব প্রতিবেদক:::
রাজধানীর জুরাইনে আজ ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়। মূল রাস্তাকে যান চলাচলের জন্য সচল রাখতে ঢাকা মহানগর ট্রাফিক ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম এর নির্দশে এডিসি ট্রাফিক ওয়ারী সুলতানা ইশরাত জাহান এর নেতৃত্বে এসি ট্রাফিক ওয়ারী জনাব কপিল দেব গাইন এর পরিচালনায় জুরাইন ট্রাফিক পুলিশ বক্সের ট্রাফিক ইন্সপেক্টর ইছমাইল হোসেনসহ সার্জেন্ট ও সঙ্গীয় ফোর্সদের নিয়ে জুরাইনের বিক্রমপুর প্লাজার সামনে থেকে মাদ্রাসা রোড পর্যন্ত মূল সড়ক হকার মুক্ত রাখার জন্য আজ এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় রাস্তার পাশে অবৈধভাবে বিভিন্ন ফলের ও তরি তরকারির দোকানে পসরা সাজিয়ে বসা দোকানীদের উঠিয়ে দিয়ে রাস্তাকে সচল রাখে ট্রাফিক পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
হকারদের উঠিয়ে রাস্তাকে যানচলাচলের উপযোগী ও ফুটপাত দিয়ে মানুষের যাতায়াতের সু-ব্যবস্থা করে দেওয়ায় এলাকার স্থানীয় বাসিন্দাগণ ট্রাফিক ওয়ারী বিভাগের ডিসি মোহাম্মদ আশরাফ ইমামসহ সকল উর্ধ্বতন অফিসারদের ধন্যবাদ জানান। এবং এলাকাবাসী আশা প্রকাশ করেন অভিযানের পরপরই যেন হকাররা আবার রাস্তা দখল করতে না পারে সে জন্য নিয়মিত ডিসি মহাদয় যেন জুরাইন এলাকা পরিদর্শন করেন।
জুরাইনের স্থানীয় বাসিন্দারা গ্লোবাল নিউজকে বলেন, ফুটপাতে যে সকল হকাররা ব্যবসা করে তাদেরকে যারা দোকান নিয়ে বসতে উৎসাহিত করে, দোকান প্রতি চাঁদা আদায় করে, বিদ্যুতের লাইন দিয়ে বাতি জ্বালাতে সাহায্য করে, অবৈধভাবে বৈদ্যুতিক লাইন দেয় তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বিশেষ করে হকারদের কাছ থেকে যারা প্রতিদিন চাঁদা তুলে তাদেরকে গ্রেফতার করতে হবে। তা না হলে অভিযানের পর অভিযান হলেও ফুটপাতে হকার বসবেই, রাস্তা ও ফুটপাত দিয়ে গাড়ি ও মানুষ চলাচলে তারা বিঘ্ন ঘটাবেই।