র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (RAB) নতুন মহাপরিচালক ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ; ডিএমপি কমিশনারের শুভেচ্ছা
মোঃ খাইরুজ্জামান সজিব::::
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম-সেবাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (RAB) -এর নতুন মহাপরিচালক হিসেবে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বুধবার (২৯ মে ২০২৪ খ্রি.) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (RAB)-এর মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়।
বাংলাদেশ পুলিশের চৌকষ এই কর্মকর্তা বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) হিসেবে কর্মরত আছেন। ইতোপূর্বে তিনি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি এবং পিরোজপুর জেলার পুলিশ সুপার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। মেধাবী এই পুলিশ কর্মকর্তা ১৫ তম বিসিএস(পুলিশ) এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এর পক্ষ হতে নবনিযুক্ত RAB মহাপরিচালক ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম-সেবাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন…