ট্রেনের ভিতর জানালার পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে যাত্রীকে খুন

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৪ | আপডেট: ১২:২৪ পূর্বাহ্ণ,

সোহরাব হোসেন মুন্না

করেসপন্ডেন্ট
রায়পুরা নরসিংদী:::

৬ জুন বৃহস্পতিবার চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি ভোরে নরসিংদী রেলওয়ে ষ্টেশনে এসে দাঁড়ালে ট্রেনের শেষ বগিতে উঠেন ঝুমুর কান্তি বাউল (৪৫) নামের একজন যাত্রী তিনি জানালার পাশে দাঁড়াতে চাইলে সীটে বসে থাকা মনজুন মিয়া (৫৪) নামের অপর যাত্রী তাকে কোন কথা না বলেই ধাক্কা মেরে ফেলে দেন।
ঝুমুর কান্তি বাউল পড়ে যাওয়া থেকে উঠে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কারণ জানতে চাইলে মনজুর মিয়া আরও ক্ষিপ্ত হন।
এরপর দুজনের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির শুরু হয় এক পর্যায়ে ঝুমুর কান্তি বাউলকে মনজুর মিয়া লাথি কিল ঘুসি মারতে থাকেন।
এমতাবস্থায় ঝুমুর কান্তি বাউল ট্রেনের ভিতর অজ্ঞান হয়ে পড়েন, পরে অন্যান্য যাত্রীরা তাকে ট্রেন থেকে নামিয়ে রেলওয়ে ষ্টেশন কতৃপক্ষের কাছে হস্তান্তর করেন, নরসিংদী রেলওয়ে ষ্টেশন কতৃপক্ষের সহায়তায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান আমরা কোনকিছু বুঝে উঠার আগেই এমন মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেলো, নিহত ঝুমুর কান্তি বাউল নিয়মিত ট্রেনে নরসিংদী থেকে ঢাকা যাতায়াত করতেন বলে জানাযায়।
ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করলে তারা মরদেহ বাড়িতে নিয়ে যান, নিহত ঝুমুর কান্তি বাউল নরসিংদী সদরের বীরপুর এলাকার বাসিন্দা প্রত্যুত কুমার বাউলের ছেলে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোঃ শহিদুল্লাহ জানান অভিযুক্ত মনজুর মিয়াকে রেলওয়ে পুলিশ ঢাকা কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে গ্রেফতার করেছেন, অভিযুক্ত মনজুর মিয়া চট্রগ্রামের সীতাকুণ্ডের বাসিন্দা, তিনি আরও জানান পুলিশ সদস্যরা নিহতের বাড়িতে গিয়েছিলেন ময়নাতদন্তের পর অন্যান্য সকল আইনি প্রক্রিয়া চলমান আছ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *