দোলাইপাড়ের বাস কাউন্টার মালিকদের ট্রাফিক ওয়ারী বিভাগে তলব

প্রকাশিত: ৪:২৪ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২৪ | আপডেট: ৪:২৪ পূর্বাহ্ণ,

দক্ষিণবঙ্গের ২১ জেলার বাস দোলাইপাড় হয়ে পোস্তগোলা ব্রিজ দিয়ে বিভিন্ন জেলায় গমন করে। দোলাইপাড় গোলচত্বর এর দুপাশে গড়ে ওঠা স্থায়ী এবং অস্থায়ী(টেবিল কাউন্টার) বাস কাউন্টারের কারণে এই এলাকায় ট্রাফিক প্রেসার বেশি থাকে। দোলাইপাড় কেন্দ্রিক যানবাহন চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে দোলাইপাড়ের দুপাশের সকল কাউন্টার মালিক এবং বাড়িওয়ালাদেরকে গত ১২/০৭/২৪ খ্রি: তলব করা হয়েছে হাটখোলা রোডস্থ ডিসি ট্রাফিক ওয়ারী অফিসে। এ সময় কাউন্টার মালিকদের পক্ষে উপস্থিত ছিলেন দক্ষিণ সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম মোল্লা।
ডিসি (ট্রাফিক-ওয়ারী) বিভাগ মোহাম্মদ আশরাফ ইমাম জানান , ইতিমধ্যে দোলাইপাড়ের দুপাশে ফুটপাতের উপর টেবিল নিয়ে বসা অস্থায়ী টিকেট কাউন্টার বন্ধ করে দেয়া হয়েছে। উক্ত স্থানের যারা কাউন্টার ভাড়া দিয়েছেন সে সকল বাড়িওয়ালা এবং সকল কাউন্টার মালিককে তলব করা হয়েছে। ডিসি ট্রাফিক ওয়ারী বিভাগের অফিসে উপস্থিত ছিলেন ব্যাপারি পরিবহন, সোনালী পরিবহন, অন্তরা পরিবহন, তেতুলিয়া পরিবহন, টুঙ্গীপাড়া এক্সপ্রেস, সোহাগ পরিবহন, চেয়ারম্যান পরিবহন, রাজিব পরিবহন, শিবচর স্টার ডিলাক্স, গোল্ডেন লাইন, ইমাদ পরিবহন, দোলা পরিবহন এবং হামদান পরিবহন এর টিকিট কাউন্টার মালিকবৃন্দ এবং তাদের ম্যানেজার। কাউন্টার ম্যানেজার এবং মালিকদেরকে ট্রাফিক ওয়ারী বিভাগের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয় যে, এক টিকেট কাউন্টারের ভিতরে একাধিক সাব-কাউন্টার ভাড়া দেওয়া যাবে না, সকল বাস এক সারিতে বামে অবস্থান করবে, গোল চত্বর ঘেঁষে কোন বাস দাঁড়াবে না, গোলচত্তরে কোন বাস ইউটার্ন করবে না, রাস্তার দু’পাশে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের দুটো কাউন্টার থাকতে পারবে না, কোন চাঁদাবাজি হবে না, জ্বালানি নেওয়ার জন্য কোন গাড়ি উল্টা পথে আসবেনা এবং সকল বাসকে এক সারিতে থাকার জন্য কাউন্টার মালিকগণ ট্রাফিক কমিউনিটি ভলান্টিয়ার্স দিবেন। ট্রাফিক ওয়ারী বিভাগের পক্ষ থেকে এ সকল অসংগতি আগামী রবিবারের মধ্যে দূর করার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
সবাই উপস্থিত ছিলেন এডিসি (ট্রাফিক-ওয়ারী) বিভাগ সুলতানা ইশরাত জাহানসহ জোনাল এসিবৃন্দ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *