নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে জয়পুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত: ৫:৫০ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২৪ | আপডেট: ৫:৫০ পূর্বাহ্ণ,

নিরেন দাস,.জয়পুরহাট প্রতিনিধি:::

জয়পুরহাটে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় পণ্যের যথাযথভাবে মূল্য তালিকা সংরক্ষণ না করা, লাইসেন্স না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রি করায় তিন জন ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার(২৮ জুলাই) সকালে শহরের পূর্ব বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহামুদুল হাসান। ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে তিনি গণমাধ্যম কর্মীদের জানান, চলমান প্রেক্ষাপটকে ঘিরে নিত্যপণ্যের বাজারদর ঠিক রাখতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

দোকানে পণ্যের মূল্য তালিকা, বাড়তি দাম রাখা ও ভেজাল পণ্য বিক্রি করা হচ্ছে কি না এসব দেখা হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমান অবস্থাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মূল্যে পণ্য বিক্রি করতে চান। এ বিষয়টিকে সামনে রেখে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।এসময় উপস্থিত ছিলেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দীকা তাওহীদা জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান।

 



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *