চিংড়ি সেক্টরে অবদান রাখায় জাতীয় মৎস্য পদক-২০২৪ পাচ্ছেন সামছুর রহমান শাহীন
মোঃ খাইরুজ্জামান সজিব:
নির্বাহী সম্পাদক::::
আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষ, উৎপাদন বৃদ্ধি, চিংড়ি শিল্পে ই-ট্রেসিবিলিটি পাইলট প্রকল্প গ্রহণ এবং আপস’র মাধ্যমে স্মার্ট ফিসারী বাস্তবায়নে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ জাতীয় মৎস্য পদক-২০২৪’র জন্য মনোনীত হয়েছেন দেশের শ্রেষ্ঠ মৎস্য সংগঠন ‘ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ-ফোয়াব’র প্রতিষ্ঠাতা সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন। আজ ৩১ জুলাই ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ-ই স্বর্ণপদক গ্রহণ করবেন তিনি। এর আগেও মোল্লা শাহীন একাধিক পদক লাভ করেছেন।
খুলনার কৃতি সন্তান মোল্লা সামছুর রহমান শাহীন ২০১৩ সালের ৩১ জুলাই দেশের অ্যাকুয়াকালচার খাতের একমাত্র বাণিজ্যিক কৃষক সংগঠন ফিশ ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব) প্রতিষ্ঠা করেন। সংগঠনটি ২০২২-২৩ অর্থ বছরে ক্লাস্টার পদ্ধতিতে নিয়ম অনুসরণ করে উৎপাদন বৃদ্ধিতে চিংড়ি খামারিদের আধুনিক চিংড়ি চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান, বহির্বিশ্বের ক্রেতাদের চাহিদা পুরনের লক্ষ্যে ভ্যালু প্রডাক্টস রেডি-টু কুক, রেডি-টু ইট বাজারজাত করণের লক্ষ্যে বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে উৎসাহিত করা এবং সহযোগিতা করেছে। এভাবে দেশের ১১টি জেলায় ১০ হাজার মৎস্য ও চিংড়ি খামারিকে নিরাপদ ও অধিক উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপর তত্বীয় ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ও দক্ষ করে গড়ে তুলতে মোল্লা সামছুর রহমান শাহীন অবদান রেখেছেন। একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় ফিসারী প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের অর্থায়নে এবং মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ ফোয়াবের ব্যবস্থাপনায় ই-ট্রেসিবিলিটি পাইলট প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে ১৬ ক্লাস্টার চিংড়ি খামারকে প্রযুক্তি ভিত্তিক ৪শ’ খামারিকে আপস’র মাধ্যমে স্মার্ট ফিসারী বাস্তবায়নে কর্মকান্ড চলছে। এসব বিষয়ে অর্জিত সাফল্যের স্বীকৃতি স্বরূপ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ জাতীয় মৎস্য পদক পাচ্ছেন তিনি।
উল্লেখ্য, এর আগে মোল্লা সামছুর রহমান শাহীন ২০১০ সালে খুলনা জেলার শ্রেষ্ঠ চিংড়ি চাষি, ২০১৩ সালে খুলনা বিভাগের শ্রেষ্ঠ চিংড়ি চাষি এবং ২০২১ সালে জেলার শ্রেষ্ঠ সৎস্য সমাজ সংগঠক হিসেবে জাতীয় মৎস্য পদক লাভ করেন।