“হাজারীবাগ থানা বিএনপির নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ”
স্টাফ রিপোর্টার:ঢাকা মহানগর দক্ষিণ,হাজারীবাগ থানা বিএনপির এক নেতা বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ভয়ভীতি দেখিয়ে মানুষের অর্থ আত্বসাৎ, নিরীহ মানুষকে হেনস্তা, মিথ্যা মামলা রুজু (তার লোকদের বাদী দেখিয়ে) সমাজের কিশোর অপরাধের বিস্তারে সরাসরি অংশগ্রহণ সহ ও বিভিন্ন অপরাধে জড়িত হয়েছেন বিএনপির এই নেতা ।
বিএনপির ওই নেতার মজিবুর রহমান মজু। তিনি হাজারীবাগ থানা বিএনপির সভাপতি।
স্থানীয় লোকজন এবং ভূক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ ই আগস্টে স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরেই চাঁদাবাজি, নিরীহ সাধারণ মানুষের জমি দখল সহ বিভিন্ন অপকর্ম জড়িত হয়ে পড়েছেন এই নেতা ।
১৪ অক্টোবর সোমবার চামড়া ব্যবসায়ী দাউদ শরীফ ঢাকা ট্যানারীজ লিঃ এর মালিকের কাছে ভয়ভীতি প্রদর্শন ও ব্যবসায়িক মালামাল দখল করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। প্রতিষ্ঠানটির মালিক ব্যবসায়ী হুদার ছেলে নিরুপায় হয়ে ১৮ অক্টোবর সাভার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৪ । এই ব্যবসায়ী অন্তর্বর্তী সরকারের কাছে ন্যায়বিচার দাবি করেন।
এ ব্যাপারে বিএনপি নেতা মজিবুর রহমান মজু বলেন, কারও জমি জোর করে দখল করা হয়নি, কোন ব্যবসায়ের কাছে চাঁদা দাবি করিনি এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমার ভাবমূর্তি নষ্ট করার জন্যই এমন কথা বলেছেন তারা।
বিএনপির এই নেতার হুমকিধামকির কারনে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। মারধরের ভয়ে ওই পরিবারের পুরুষ মানুষ কর্মস্থলে যেতে পারছেন না বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী রোকসোনা বলেন, ‘ আমিও আমার পরিবার নিয়ে ভাগলপুর ১৩৫/১ হাজারবার ২২ নম্বর ওয়ার্ডে বসবাস করে আসছি। গত ৫ ই আগস্টে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হওয়ার পরেই, ৬ ই আগস্ট আমার বিটে মাটি থেকে উচ্ছেদ করে জবরদখল করে এই ঘৃণ্য ভূমিদস্যু মজিবুর রহমান মজু। এই মজু ভূমিদস্যু হিসাবে বংশগতভাবে কুখ্যাত ও ঘৃণ্য মানুষ হিসেবে এলাকায় পরিচিত। তাই নিরুপায় হয়ে আমার ছেলে হৃদয় বাদী হয়ে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন । মামলা নং ২০০/২০২৪ । এই মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই ) তদন্ত করছেন। আমার ছেলেকে নিয়ে আতঙ্কের মধ্যে আছি।’ আমি সরকারের কাছে ন্যায়বিচার চাই ।
অন্য এক ভুক্তভোগী রবিন বলেন, আমি কোনো দল করি না। এরপরও আমাকে মারবে-কাটবে বলে হুমকি ধামকি দিচ্ছে।’৫ ই আগস্ট বিকাল ৪ টায় আমার পৈতিক সম্পত্তি ২২ নং ওয়ার্ড ১০নং মনেশ্বর ১ম লেনের বাড়ীতে মজুর গুন্ডাবাহিনী আমার বাড়ীর কেয়ারটেকার নাজিমকে বাড়ী থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন। আমি সাধারণ মানুষ আমি কোন ঝামেলা চাই না । স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই, আমি মনে করি কোন চাঁদাবাজ দখলবাজ কোন দলের লোক হতে পারে না, তাদের পরিচয় তারা শুধুই অপরাধী ।
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান- জনাব তারেক রহমান বারবারই বিভিন্ন সভা সমাবেশে এ কথা বলে আসছিলেন, বিএনপি’র নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্তু বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নাই।