সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী এবং জেনারেল ম্যানেজার শাহ আলমকে গ্রেফতারের দাবি
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চেৌধুরী এবং জেনারেল ম্যানেজার শাহ আলমের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি থেকে জনসাধারণের আমানত লুটপাটে সহায়তা করার অভিযোগ এনে ওই দুই কর্মকর্তাকে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানির গ্রাহকরা। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ক্ষতিপূরণসহ গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছে তারা।ফোরামের কো-অর্ডিনেটর তাসদিক আহমেদ লিখিত বক্তিতায় বলেন, ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা এসকে সুর চৌধুরী ও জেনারেল ম্যানেজার শাহ আলমের প্রত্যক্ষ সহযোগিতায় কোম্পানিটির ব্যবস্থাপনা পর্ষদ প্রতিষ্ঠানটিতে গ্রাহকের আমানত লুটপাট করে। ওই চক্রের জন্য পিকে হালদার সিন্ডিকেট করতে পেরেছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর এবং জেনারেল ম্যানেজার শাহ আলম সরাসরি জনসাধারণের আমানত লুটপাটে এই সিন্ডিকেটকে সহায়তা করেছেন।