কেন শুটিংয়ে দীপিকা-রণবীরকে নিয়ে বাড়তি সতর্ক ছিলেন রোহিত?

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪ | আপডেট: ১০:০৫ অপরাহ্ণ,

চলতি মাসের শুরুতে বক্স অফিসে মুক্তি পেয়েছে রোহিত শেট্টির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিংহম এগেইন’। এই সিনেমায় পরিচালক রামায়ণের প্রেক্ষাপটে একটি নতুনভাবে গল্প বুনেছেন, যা দর্শকদের নজর কেড়েছে। তবে ধর্মীয় বিষয় নিয়ে সিনেমা নির্মাণ এখন অনেক বেশি চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে, তা স্বীকার করেছেন রোহিত শেট্টি নিজেই। এই সিনেমাটি তৈরি করার সময়ে নানা ধরনের প্রতিকূলতা ও সতর্কতার মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে তাদের। বিশেষত, সিনেমায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের একসঙ্গে অভিনীত কিছু দৃশ্যের বিষয়ে পরিচালককে অতিরিক্ত সতর্ক থাকতে হয়েছে। ধর্মীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রেখেই তিনি সিনেমাটি নির্মাণ করেছেন, তবে বর্তমানে এই ধরনের থিম নিয়ে কাজ করা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, বলেও জানিয়েছেন তিনি। রোহিত শেট্টি আরও বলেন, “ধর্মীয় গল্প নিয়ে কাজ করার সময়ে প্রতিক্রিয়া অনেক তীব্র হতে পারে, তাই সবার অনুভূতি ও বিশ্বাসকে সম্মান জানিয়ে গল্পটি বলা জরুরি।” এই বিষয়ে তিনি আরও জানান, আজকালকার সময়ে ধর্মীয় গল্পের সঙ্গে যেন কোনও ধরনের অশালীনতা বা অবমাননা না চলে আসে, সেদিকে খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *