আইটি পার্ক প্রকল্পের কাজ আপাতত বন্ধ , বাদ যাচ্ছে চার জেলা

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪ | আপডেট: ৩:৪৬ অপরাহ্ণ,

বিগত সরকারের আমলে ঘোষণা দেওয়া হয়েছিল দেশের ১২টি জেলায় নির্মাণ করা হবে আইটি পার্ক। জেলাগুলো হচ্ছে- খুলনা, বরিশাল, রংপুর, নাটোর, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ময়মনসিংহ, জামালপুর, গোপালগঞ্জ, ঢাকা ও সিলেট। সরকারের সর্বোচ্চ নীতি-নির্ধারকের পছন্দে ওই ১২ জেলা নির্ধারণ করা হয় বলে জানা যায়। এ নিয়ে প্রায় ২ হাজার কোটি টাকার প্রকল্পও তৈরি করা হয়। প্রকল্পের নাম দেওয়া হয় জেলা পর্যায়ে আইটি পার্ক/ হাইটেক পার্ক স্থাপন (১২ জেলায়)। প্রকল্পে সংযুক্ত করা হয় প্রতিবেশী দেশ ভারতকে। প্রকল্প বাজেট নির্ধারণ করা হয় ১ হাজার ৮৪৬ কোটি টাকা। এর মধ্যে ভারত থেকে ঋণ নেওয়া হবে ১ হাজার ৫৪৪ কোটি টাকা। বাকি ৩০২ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। প্রকল্পটির পিডি এ কে এ এম ফজলুল হক বলেন, নানা কারণে আপাতত প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। এরই মধ্যে চার জেলাকে বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাদ পড়া ওই জেলাগুলো হচ্ছে কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার (রামু) ও সিলেট। প্রকল্পের বাস্তব অগ্রগতির কাজ হয়েছে ৩৬ ভাগ। আর আর্থিক অগ্রগতির কাজ হয়েছে ৩৩ দশমিক ৯২ ভাগ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *