রাজনৈতিক ও কূটনৈতিক পরাজয় মেনে নিতে পারছে না ভারত
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘নতুন বাংলাদেশ সম্পর্কে ভারতের নেতিবাচক মনোভাব থেকে বেরিয়ে আসা উচিত। আমরা মনে করি, ভারত তার ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত পরাজয় মেনে নিতে পারছে না। এটা স্বীকার করার সাহস তাদের নেই। বর্তমান প্রেক্ষাপটে সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সহায়তা ও সহযোগিতার ক্ষেত্রে নতুন দিক উন্মোচন হয়েছে। আমরা আশা করছি, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে।’গতকাল রাজধানীতে টিআইবির এক সংবাদ সম্মেলনে তিনি এ পর্যবেক্ষণ তুলে ধরেন। ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী ১০০ দিনের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক এ সংবাদ সম্মেলন হয় ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে।