রাজনৈতিক ও কূটনৈতিক পরাজয় মেনে নিতে পারছে না ভারত

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪ | আপডেট: ৪:১০ অপরাহ্ণ,

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘নতুন বাংলাদেশ সম্পর্কে ভারতের নেতিবাচক মনোভাব থেকে বেরিয়ে আসা উচিত। আমরা মনে করি, ভারত তার ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত পরাজয় মেনে নিতে পারছে না। এটা স্বীকার করার সাহস তাদের নেই। বর্তমান প্রেক্ষাপটে সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সহায়তা ও সহযোগিতার ক্ষেত্রে নতুন দিক উন্মোচন হয়েছে। আমরা আশা করছি, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে।’গতকাল রাজধানীতে টিআইবির এক সংবাদ সম্মেলনে তিনি এ পর্যবেক্ষণ তুলে ধরেন। ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী ১০০ দিনের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক এ সংবাদ সম্মেলন হয় ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *