ব্রিটেনের রাজা চার্লস দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করছেন; আসতে পারে বাংলাদেশেও

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪ | আপডেট: ৩:২৪ অপরাহ্ণ,

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করছেন। ওই সফরের অংশ হিসেবে তারা ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সফরে আসতে পারেন। রাজপরিবারের একটি সূত্রের বরাতে ‘ডেইলি মিরর’তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলছে, এ ধরনের সফরের পরিকল্পনা অত্যন্ত উত্সাহব্যঞ্জক। রাজা ও রানির দক্ষিণ এশিয়া সফর কেবল ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বৈশ্বিক মঞ্চে ব্রিটেনের কৌশলগত অবস্থানও মজবুত করবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজা তৃতীয় চার্লসের ক্যান্সার আক্রান্তের খবর প্রকাশ্যে নিয়ে আসে বাকিংহাম প্যালেস। চিকিৎসকরা জানান, রাজার চিকিৎসা ভালোভাবেই চলছে। তিনি ২০২৫ সালে সফরে বের হতে পারবেন।


একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *