বাহুবলে আদালতের আদেশ অমান্য করে নিরীহ ব্যক্তির বাঁশ গাছ কর্তন

প্রকাশিত: ৩:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪ | আপডেট: ৩:৩৪ পূর্বাহ্ণ,

মোছাঃনিছফা আক্তার
জেলা প্রতিনিধি ॥

বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের করিমপুর গ্রামের নিরীহ সাহিদ মিয়ার মূল্যবান বাঁশ গাছপালা আদলাতের আদেশ অমান্য করে কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ একই গ্রামের আমির উদ্দিনের পুত্র মামুন, জবরু মিয়ার পুত্র সহিদ, রঙ্গিলার পুত্র সানু, হুছন আলীর পুত্র মাসুক, রফিক উল্লার পুত্র শফিক। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুর ২টার দিকে। জানা যায়, সাহিদ মিয়ার ওই বাঁশ বুরুন্ডী ও লাগানো গাছপালার ভিটে ভুঁয়া দলিল করে জোর র্প্বুক দখলে নেয়ার চেষ্টা করে একই গ্রামের জাহির, সানু, সফিক, সহিদ। এ ঘটনায় নিরীহ সাহিদ মিয়া বাদী হয়ে তাদেরকে বিবাদী করে আদালতে নালিশা মোকদ্দমা দায়ের করেন। আদালত বাদী সাহিদ মিয়ার পক্ষে প্রদান করে। গত রবিবার আসামীরা বাশঁ গাছ কাটার চেষ্টা করলে সাহিদ মিয়া বাহুবল থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গিয়ে আসামীদের বারণ করেন এবং রাতেই সালিশে নিষ্পত্তির চেষ্টা করেন মুরুব্বীরা। কিন্তু বেপরোয়া আসামীরা আদালতের আদেশ, পুলিশের নির্দেশনা ও সালিশ মুরুব্বীদের কথা অমান্য করিয়া পরদিন তথা গতকাল সোমবার সাহিদ মিয়ার গাছপালা কেটে নিয়ে যায়। উল্লেখ্য, আসামীদের হুকুমে মামুন ও মাসুক সাহিদ মিয়ার বাঁশ গাছ কেটে নিয়ে যায়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *