বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ এর আজীবন দাতা সদস্য হলেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ

প্রকাশিত: 3:52 pm, March 26, 2025 | আপডেট: 3:52 pm,

বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ এর আজীবন দাতা সদস্য হলেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী: নোয়াখালীর সেনবাগের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ এর আজীবন দাতা সদস্য হলেন, টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

 

মঙ্গলবার ( ২৫ মার্চ ) নোয়াখালীর সেনবাগের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ এর আজীবন দাতা সদস্য হলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, মানবিক ব্যক্তিত্ব ও টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

 

বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ এর আজীবন দাতা সদস্যের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য পে-অর্ডারের মাধ্যমে ৩,০০,০০০/=( তিন লক্ষ) টাকা সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহবয়ক মো: জাবের ও সদস্য সচিব কাউচার আহম্মেদ সৈয়দ হারুন এর প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষকগণের উপস্থিতিতে বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ নুরুল হুদা এর নিকট পে-অর্ডার হস্তান্তর করেন।

 

অত্র প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আশা পোষণ করেন, সৈয়দ পরিবারের হাত ধরেই অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সহ ৫নং অর্জুনতলা ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ।

 

অত্র এলাকার অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের কল্যাণে লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর মতো মানবিকতার চর্চায় এগিয়ে আসুক মহানুভবতার ব্যক্তিবর্গ। সমাজের মহানুভবতার এই মানুষ গুলোর জন্য সাধারণ মানুষের দোয়া ও শুভকামনা অম্লান থাকবে যুগ যুগ ধরে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *