রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে এক বৃদ্ধা মহিলাকে অসুস্থ অবস্থায় উদ্ধার

প্রকাশিত: 6:47 pm, April 6, 2025 | আপডেট: 6:47 pm,

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে এক বৃদ্ধা মহিলাকে অসুস্থ অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে জহুরা (৬৫) নামের এক বৃদ্ধা মহিলাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, তার স্বামী বহুদিন আগে মারা গেছেন এবং তিনি রাজধানীর গেন্ডারিয়া থানাধীন ফায়ার সার্ভিসের পাশে কোনো একটি বাসায় থাকতেন। বর্তমানে অসুস্থতার কারণে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না।

প্রাথমিক তথ্যে জানা যায়, জহুরা তার এক ছেলে এবং পুত্রবধূর সঙ্গে বসবাস করতেন। তিনি অভিযোগ করেছেন, তার ছেলে ও ছেলের বউ তাকে ‘কেন মরেন না’—এই ধরনের মানসিক নির্যাতন করে বাসা থেকে বের করে দেয়। পারিবারিক কলহের জেরে তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন।

স্থানীয় কিছু লোকজন ও পথচারীরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *