নওগাঁ সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৭৬ কেজি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার 

প্রকাশিত: 9:37 pm, May 14, 2025 | আপডেট: 9:37 pm,

নওগাঁ সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৭৬ কেজি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারতে কষ্টি-পাথরের বিষ্ণু মূর্তি চোরাচালান হতে পারে এ মর্মে অত্র ব্যাটেলিয়ানে গোয়েন্দা তথ্য আসে।

 

উক্ত  তথ্যের অত্র ব্যাটেলিয়ানের ভারপ্রাপ্ত কোয়াটার্র মাস্টার বিজিডিও-৩১৪সরকারি পরিচালক রবিউল ইসলাম পিবিজিএমএস এর নেতৃত্বে নিতপুর বিওপির একটি বিশেষ টহল দল বিওপি হতে ৪.৫ কিঃমিঃ উত্তর পূর্ব দিকে এবং সীমান্ত পিলার ২৩১এমপি হতে আনুমানিক ৪ কিঃমিঃ বাংলাদেশের আভ্যন্তরে দেউলিয়া নামক স্থান এলাকায় রাস্তার পাশে আম বাগারেন মধ্যে (জিআর নং-৪৭৫৭০৩ ম্যাপসীট নং-৭৮/সি/৮)অভিযান পরিচালনা করে।

 

উক্ত সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান হতে ৭৬ কেজি ওজনের ওজনের ১টি কষ্টিপাথর সাদৃশ বিষ্ণু মূর্তি উদ্ধার করে। উদ্ধারকৃত কষ্টিপাথর সাদৃশ বিষ্ণু মূর্তিটির পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এই অপারেশনের মাধ্যমে উক্ত এলাকায় এইধরনের চোরাচালান হ্রাস পাওয়ার ক্ষেত্রে ব্যপক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এই ধরনের চোরাচালান প্রতিরোধে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি সদা তৎপর থাকবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *