আমরা স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী, দেশে কোন নোংরা রাজনীতি চলবে না…… “সারজিস আলম”.

প্রকাশিত: 2:15 am, May 29, 2025 | আপডেট: 2:15 am,

আমরা স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী, দেশে কোন নোংরা রাজনীতি চলবে না...... "সারজিস আলম".

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুর বীরগঞ্জে ২৮ মে’২০২৫ বিকেল সাড়ে ৫টায় পূর্ব ঘোষিত সময় সূচী অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী, কৌশলী, অস্ত্রহীন অগ্রসেনা, রাজপথের লড়াকু এবং জাতীয় নাগরিক পার্টি (NCP)’র উত্তরাঞ্চল মুখ্য সমন্বয়ক সারজিস আলম দিনাজপুরের বীরগঞ্জ বিজয় চত্বরে আয়োজিত পথসভায় ভাষণ দান করেন.

 

কলেজ সংলগ্ন গোলাপগঞ্জ মোড়ের মাদকের আস্তানার কঠোর সমালোচনা করে তিনি বলে এনসিপি’র লক্ষ্য এবং উদ্দেশ্য হলো স্বচ্ছ রাজনীতি, থাকবে না হানাহানি, মারামারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল ও ঘাট দখলের মত জঘন্য ঘটনা।

 

অপরাধীদের কোন শক্তি নাই, তার বাস্তব প্রমান খুনি হাসিনা, অনেক দাপট খাটিয়ে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল দীর্ঘদিন, এখন তার দোসর এবং দলীয় গুন্ডাদেরকে এতিম বানিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

 

দলীয় বিবেচনায় মত পার্থক্য থাকতেই পারে তাই বলে আমরা কেউ কারো প্রতিহিংসার বস্তু নই, টার্গেটফুল শত্রু নই।

 

এনসিপি মনে করে প্রতিটি দলের রাজনৈতিক কালচার হবে সভ্য জীবনযাত্রার নিত্য দিনের রুটিন ওয়ার্ক। দলের নেতাকর্মীরা হবে প্রশিক্ষিত মডেল ব্যক্তিত্ব।

 

আমরা পরস্পর প্রতিযোগি-প্রতিদ্বন্দ্বি কিন্তু প্রতিহিংসা পরায়ন নই। অতীতের নোংরা কালচার থেকে আমাদেরকে বেড়িয়ে আসতে হবে। আমার দল বাদে বাকীরা সবাই প্রতিপক্ষ এমনটি ভাবা সঠিক নয়।

 

যিনি দক্ষ, ত্যাগী, কর্মোঠ, যোগ্য, কাজে ভালো, সর্বজন গ্রহনযোগ্য তাকেই জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে নিবেন তাতে আপত্তি নাই।

 

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাই যুব সমাজ এবং সর্বস্তরের জনতাকে সজাগ থাকার বিনীত অনুরোধ জানান।

 

কোন মার্কাকে ভোট নয়, যিনি ভালো মানুষ, যিনি ভালো কাজ করেন, স্থানীয় সর্বোচ্চ ভালো মানুষের তালিকাভুক্ত তাকেই ভোট দিয়ে জনপ্রতিনিধি বানাবেন।

 

এ সময় এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, আলী নাসের খান, সাদিয়া ফারজানা দিনা সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আয়োজক বৈষম্য বিরোধী আন্দোলনকারী আল আমিন, জেমিয়ন রায়, সজিব, ফাহিম, জুবায়ের সহ অন্যরা জানান, ইতোমধ্যে জেলার বিরল, বোচাগঞ্জ, কাহারোল, বীরগঞ্জ উপজেলায় কর্মসুচি পালিত হয়েছে।

 

পরবর্তীতে খানসামা, চিরিরবন্দর ও রাতে দিনাজপুর সদরসহ মোট ৭টি উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (NCP)’র জনসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *