জয়পুরহাট জেলার পাঁচবিবির বাগজানা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

প্রকাশিত: 10:24 pm, May 29, 2025 | আপডেট: 10:24 pm,

জয়পুরহাট জেলার পাঁচবিবির বাগজানা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি আক্তার হোসেন বকুল  : 

২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রায় দেড় কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হক। গত বুধবার দুপুরে পরিষদের চেয়ারম্যান নাজমুল হকের সভাপতিত্বে চেয়ারম্যানের অফিস কক্ষে পরিষদ সচিব আব্দুল মমিন আগামী বছরের জন্য এই বাজেট ঘোষণা করেন। সচিব মহোদয় বাজেটে পরিষদের আয়=১ কোটি ৪৩ লাক্ষ ৮০ হাজার ৫শ উনআশি টাকার ঘোষণা করলেও ব্যয় নির্ধারণ করেন ১ কোটি ৪০ লাখ ৮৩ হাজার পঁচিশ টাকা। এতে বাজেটের অর্থ থেকে উদ্বৃত্ত থাকে ২ লাখ ৭৯ হাজার ৫’শ চুয়ান্ন টাকা। বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আতাউর রহমান, আলহাজ্ব খলিলুর রহমান খলিল, নওশাদ আলী মন্ডল, কাওছার আলী, সায়েম উদ্দিন, তোরাব হোসেন, মহিলা সদস্য হাজেরা বিবি, রাজিয়া সুলতানা, পারভিন খাতুন, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগজানা ইউনিয়ন শাখার আমির মোঃ তৌফিকুল ইসলাম, সেক্রেটারি মাও মুনসুর রহমান ও যুব বিভাগের সভাপতি মোঃ শাহাদাৎ হুসাইন এবাদত সহ স্থানীয় সুধীজন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *