Meet & Greet Program Of ECS Computer City Multiplane Center

প্রকাশিত: ২:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪ | আপডেট: ২:৪২ পূর্বাহ্ণ,

Meet-Greet

হয়ে গেল ম্যারিয়ট কনভেনশন সেন্টার এ ECS কম্পিউটার সিটি মাল্টিপ্লান সেন্টার কম্পিউটার ব্যবসায়ীদের এক মহা মিলন মেলা। ফ্যাসিস্ট হাসিনার দোসরদারা পরিচালিত মার্কেটটি দীর্ঘ ১৭ বছর ব্যবসায়ীদের নানা ধরনের মানসিক টর্চার চাঁদাবাজির শিকার এবং মার্কেটটি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছিলো এবং বিগত সময়ে মার্কেটটি থেকে তারা প্রায় ৮০ কোটি টাকার মতো লুটপাট করেছিল যা নতুন কমিটির তদন্তের মাধ্যমে অনেকটাই বের হয়ে এসেছে । গত পাঁচই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের পর মার্কেটটির দায়িত্ব স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জনাব জহিরুল ইসলাম (আহবায়ক) এবং ওয়েলকিং কম্পিউটারের ম্যানেজিং ডিরেক্টর জনাব নজরুল ইসলাম হাজারী এবং পিসি গার্ডেনের সিইও জনাব মোঃ আওসানুল ইসলাম নওশাদ এবং কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মনিরুল ইসলাম এবং আরো অনেক ব্যবসায়িক নেতৃবৃন্দ ও সকল ব্যবসায়ীদের সাথে নিয়ে মার্কেটটি পরিচালনা করার দায়িত্ব নিয়ে কাজ শুরু করে। নতুন এই কমিটি অন্যান্যদের সাথে নিয়ে মার্কেটের মেজর যে সমস্যাটি অর্থাৎ সেন্ট্রাল এসির সমস্যাটি সমাধান করে ফেললেন। উক্ত মিলনমেলা অনুষ্ঠানে এই নতুন কমিটি মার্কেটটি উন্নয়নের জন্য প্রায় ১০ কোটি টাকা ব্যয়ের কাজের ঘোষণা করেন যা কিনা আগামী ২০২৫ সাল ডিসেম্বর এর মধ্যে সম্পন্ন করবেন। এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মার্কেটে একটি নতুন কমিটি গঠন করবেন ।এতে করে মার্কেটটি সম্পূর্ণ আন্তর্জাতিক মানের আধুনিক মার্কেটে পরিণত হবে। এছাড়াও সকল ব্যবসায়ীদের সাথে নিয়ে বিগত ১৭ বছরে যারা মার্কেটটি থেকে লুটপাট করেন তাদেরকে আইনের আওতায় এনে লুটপাটের টাকা গুলো আদায় করবেন। নতুন এই কমিটির সাথে সকল ব্যবসায়ীরা একমত প্রকাশ করেছেন।উল্লেখ্য ECS কম্পিউটার সিটি অর্থাৎ মাল্টিপ্ল্যান কম্পিউটার সেন্টার বাংলাদেশের সবচাইতে বড় কম্পিউটার বাজার।এই মার্কেটটি বাংলাদেশের পুরো কম্পিউটার বাজারকে কন্ট্রোল করে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *