অভিজাত এলাকা গুলশানে অবৈধ স্পা সেন্টারের ছড়াছড়ি 

প্রকাশিত: 10:04 pm, December 25, 2024 | আপডেট: 10:04 pm,

অভিজাত এলাকা গুলশানে অবৈধ স্পা সেন্টারের ছড়াছড়ি 

নিজস্ব প্রতিবেদক: ডিপ্লোমেটিক জোন গুলশানে ব্যঙের ছাতারম ত গড়ে উঠেছে অবৈধ স্পা সেন্টার । একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গুলশান-২ প্লাটিনিয়াম মার্কেটের তৃতীয় তলা ডায়মন্ড স্পা যাহার মালিক সাইফুল, রাজু, হিমেল ও শামিম ।

 

এসব অবৈধ প্রতিষ্ঠানে বডি ম্যাসাজের নামে শারীরিক প্রশান্তির আড়ালে উঠতি বয়সি তরুণীদের দিয়ে অবৈধ দেহব্যবসা ও মাদক দ্রব্য সেবনের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরী মেয়েদের যোগার এ কাজে যোগসূত্র তৈরি করে।

 

এ বিষয়ে গুলশান থানার অফিসার্স ইনচার্জের সাথে কথা বললে তিনি বলেন কোন অবৈধ ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। অনিসি কাজের ব্যাপারে গুলশান থানা পুলিশ সবসময় সক্রিয় থাকে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *