অভিযোগ ওঠা ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত

প্রকাশিত: 3:10 am, October 17, 2024 | আপডেট: 3:10 am,

অভিযোগ ওঠা ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত

শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠা ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধান বিচারপতি তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এদিকে আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৫৪ মিনিটে হাইকোর্ট এনেক্স ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদের মিছিল সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, আমরা ইতোমধ্যে জানতে পেরেছি ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছে। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের দপ্তরে চায়ের দাওয়াতে আসেন ছয় জন বিচারপতি। তারা হলেন— বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি শাহেদ মো. নুরউদ্দিন, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন ও বিচারপতি মো. আমিনুল ইসলাম। তাদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *