আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, সেই সিদ্ধান্ত নেবে জনগণ: আবদুল আউয়াল মিন্টু


নিউজ ডেস্কঃ
শুক্রবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যের চিকিৎসা শিবির উদ্বোধন শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, সেই সিদ্ধান্ত জনগণ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ অন্যায় ও সন্ত্রাস করেছে। তাদের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নেয়নি, এটা দুঃখের বিষয়। আওয়ামী লীগ দেশে যখন সরকার গঠন করেছে, তখনই দেশকে দুর্বৃত্তায়ন ও অপরাধের দিকে ধাবিত করেছে। যার জন্য সব সময় দেশের রাজনীতি ও অর্থনীতির ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই এদের সবারই বিচার হোক।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।