ইজতেমা মাঠের খুনিদের ছাড় দেওয়ার সুযোগ নাই-স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: 12:40 am, December 19, 2024 | আপডেট: 12:40 am,

ইজতেমা মাঠের খুনিদের ছাড় দেওয়ার সুযোগ নাই-স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্কঃ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, যারা টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। খুনিদের কোনো অবস্থায় ছাড় দেওয়ার সুযোগ নাই। প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টঙ্গীতে আসন্ন বিশ্ব ইজতেমা সুষ্ঠভাবে আয়োজনের লক্ষ্যে তাবলিগ জামাতের দুই গ্রুপের (জোবায়ের ও সাদ) সঙ্গে আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা এসময় বিশ্ব ইজতেমার মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিহত শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *