উখিয়ায় কাঠভর্তি ট্রাক জব্দ, পালিয়ে গেছে পাচারকারীরা

প্রকাশিত: 1:05 am, March 13, 2025 | আপডেট: 1:05 am,

উখিয়ায় কাঠভর্তি ট্রাক জব্দ, পালিয়ে গেছে পাচারকারীরা

নিজস্ব প্রতিবেদক, উখিয়া:কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়ার রেঞ্জ ও থাইংখালী বিটের বনকর্মীরা অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৮০ ঘনফুট গাছসহ একটি মিনি ট্রাক (ড্রাম-ট্রাক) জব্দ করা হয়েছে। অভিযানের টের পেয়ে গাড়ীর মালিক-চালক কৌশলে গাছ ও গাড়ি ফেলে পালিয়ে যায়।

 

বুধবার (১২মার্চ) ভোর রাতে উখিয়া উপজেলার পালংখালী মোছারখোলা-বটতলি নাম পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

থাইংখালী বন বিট কর্মকর্তা বিকাশ দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোছারখোলা-বটতলী সড়কের ব্রীজ এলাকায় বনায়ন থেকে অবৈধভাবে কর্তনকৃত এক ডাম্পার (মিনি ট্রাক) বিভিন্ন প্রজাতির গাছ জব্দ করেছে। গত ২০১৯-২০ আর্থিক সনের সুফল প্রকল্পের বিভিন্ন প্রজাতির সল্প মেয়াদি সৃজিত বাগানের গাছ অবৈধভাবে কেটে পাচার করছিল বন খেকো সিন্ডিকেট।

 

তিনি বলেন, কর্তনকৃত গাছ ভর্তি  মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে। যার গাড়ি নং-চট্ট মেট্টো-ড-১১-০৩৮৭। গাড়িটি উখিয়া রেঞ্জ অফিসে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। তাছাড়াও বাগানের কর্তনকৃত গাছের মধ্যে চাতিয়ান, জাম ও আকাশমনি গাছসহ বিভিন্ন প্রজাতির ৮০ ঘনফুট গাছ রয়েছে।

 

উখিয়া রেঞ্জ কর্মকতা শাহিনুর রহমান জানান, জব্দকৃত গাড়ির মালিক থাইংখালী রহমতের বিল এলাকার ৩নং ওয়ার্ডের মৃত রশিদ আহাম্মদের ছেলে মো: শামশুল আলম (৪২) এবং ড্রাইভার চোরাখোলা ৩নং ওয়ার্ডের শহরমুল্লুকের ছেলে মো: আব্দুল্লাহ (২৮) বলে জানা গেছে।

 

তিনি বলেন, ২০০০ সালের সংশোধিত বন আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। বন ও পরিবেশ রক্ষায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *