উখিয়ায় জেলা ছাত্রলীগ নেতা ও যুবলীগের নেতা গ্রেফতার 

প্রকাশিত: 12:13 am, February 11, 2025 | আপডেট: 12:13 am,

উখিয়ায় জেলা ছাত্রলীগ নেতা ও যুবলীগের নেতা গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক উখিয়া কক্সবাজার :সারাদেশের মতো অপারেশন ডেভিল হান্টের’ আওতায় কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সহ ৩ নেতাকর্মীকে গ্রফতার করেছেন উখিয়া থানা পুলিশ।

 

সোমবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার রাজাপালং ও পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রফতার করে উখিয়া থানা পুলিশ৷

 

গ্রেফতারকৃতরা হলেন,উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কক্সবাজার জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও রাজাপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন এবং রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের ৮নং ওয়ার্ড সভাপতি রেজাউল করিম।

 

এদিকে বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা অফিসার ইনচার্জ মো আরিফ হোছাইন জানান, সোমবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ৩ নেতাকর্মীদের বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা ওয়ারেন্ট থাকায় গ্রেফতার করা হয়েছে। যার ফলশ্রুতিতে তাদের গ্রেফতার করা হয় বলে জানান।

 

তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর উখিয়া থানার এটি প্রথম অভিযান ছিল। আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *