উত্তেজিত চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্ত


আশিকুর রহমান নয়নঃ
গতকাল ৭/১/২৫ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের (চৌকা-কিরোণগঞ্জ) সীমান্তে আন্তর্জাতিক আইন লংঘন করে ভারত কাঁটাতারের বেড়া দেয়ায় সময় বিজিবি বাধা দেয়। এনিয়ে বিজিবি -বিএসএফের মধ্যে ঝামেলা বাঁধে,
এসময় স্হানীয় বাংলাদেশী গ্রামবাসী একজোট হয়ে প্রতিবাদ করে ও ভারতীয় বি এস এফ গুলি করতে আসলে লাঠিসোটা নিয়ে ধাওয়া দিলে তারা পিছু হটতে বাধ্য হয়।
এতে পরিস্থিতি ঘোলাটে হওয়ায় একজোট হয়ে বিজবির সাথে সীমান্ত পাহাড়া দেয় স্থানীয় জনতা
দেশ রক্ষাই শুধু সামরিক বাহিনী নয়, আমরা এদেশের জনগণ ও প্রস্তুত। দেশের এক ইঞ্চি মাটি ছাড় হবেনা ইনশাআল্লাহ।