এমডি ও পিডিকে অপসারন সহ ৯ দফা দাবিতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

প্রকাশিত: 11:28 pm, January 12, 2025 | আপডেট: 11:28 pm,

এমডি ও পিডিকে অপসারন সহ ৯ দফা দাবিতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও প্লান্ট ম্যানেজারের অপসারণ সহ ৯ দফা দাবিতে মানববন্ধন করেছে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থরা।
রবিবার দুপুর বারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য রবিউল আউয়াল অন্তর, ব্যবসায়ী মাহবুবুল আলম নাঈম ও বিলকিস বেগম সহ ক্ষতিগ্রস্থরা। বক্তারা বলেন, তাদের দাবি মানা না হলে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি সহ আরো কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দেন।
উল্লেখ্য, ২০১৭ সালে উপজেলার ধানখালী ইউনিয়নে ১ হাজার একর জমির উপর নির্মান করা হয় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। ভূমি অধিগ্রহনের সময় ক্ষতিগ্রস্থদের বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় তারা দীর্ঘদিন ধরে এসব কর্মসূচি পালন করে আসছে।
এ ব্যাপারে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র’র দ্বায়িত্বশীলদের বক্তব্য পাওয়া যায়নি।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *