কেরানীগঞ্জে সিএনজি অটোরিক্সা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটির পরিচিতি সভা

প্রকাশিত: 2:20 am, December 16, 2024 | আপডেট: 2:20 am,

কেরানীগঞ্জে সিএনজি অটোরিক্সা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটির পরিচিতি সভা

আনোয়ার: ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটির কেরানীগঞ্জ থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল দশটায় কেরানীগঞ্জের হাসনাবাদ বুড়িগঙ্গা সেতুর নিচে মান্নান মিয়ার সিএনজি গ্যারেজে এই সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিএনজি অটো রিক্সা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি জুয়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ শাহজালাল মোল্লা।

 

জনাব জুয়েল বলেন, ঢাকা জেলা সিএনজি (ঢাকা মেট্রো থ) চালকদের গাড়ি চালানোর নির্ধারিত সড়ক ধীরে ধীরে সংকুচিত করা হচ্ছে। একটি বিশেষ মহলের প্রোয়োচনায় বি আর টি এর কর্মকর্তারা এ কাজ করে যাচ্ছে। এ সমস্যার সমাধানের জন্য আমরা উপদেষ্টা মহোদয়ের ও বিআরটিএ চেয়ারম্যানের সাথে বৈঠক করেছি। সেখানে আমাদের কথা ওনারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন। আশা করি আগামী ১৫ দিনের মধ্যেই আমাদের পূর্বের যে সড়ক ব্যবহার করতে পেরেছি তা পুনরায় ব্যবহার করতে পারব।

 

ঢাকা জেলা সিএনজি অটো রিক্সা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটির কেরানীগঞ্জ থানা কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেনের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিবর্তন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ সাহেল আহমেদ সাহেল।

 

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মোঃ রাজিব, দক্ষিণ কেরানীগঞ্জ থানা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোঃ মুজাহিদ আলম ফারুক, ৪৫ ৮৬ সভাপতি জনাব দ্বীন ইসলাম।

 

উক্ত অনুষ্ঠানে কমিটির সকল নেতৃবৃন্দ, বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ ও সিএনজি শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *