খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসায় নির্বাচিত অভিভাবক সদস্য মোস্তাফিজ

প্রকাশিত: 2:30 pm, February 27, 2025 | আপডেট: 2:30 pm,

খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসায় নির্বাচিত অভিভাবক সদস্য মোস্তাফিজ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসার গভর্নিং বডির (আলিম ও ফাযিল পর্যায়) অভিভাবক সদস্য নির্বাচনে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান (চেয়ার প্রতীক) বিজয়ী হয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান।

 

ফলাফলে ১৮৩ ভোটের মধ্যে মোস্তাফিজুর রহমান ১৩৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী গাজী আব্বাস উদ্দিন বাচ্চু (কলম প্রতীক) ৪৭ ভোট পেয়েছেন।

 

বুধবার(২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিকাল ৫টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(অতিরিক্ত দ্বায়িত্ব), মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী গাজী আব্বাস বাচ্চু, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং মিডিয়াকর্মীরা।

 

বিজয় লাভের অনুভূতিতে মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ জয় অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের উৎসর্গ করলাম। সকলের কাছে দোয়া চাই যাতে আমার উপর অর্পিত দ্বায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান বলেন, ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নতুন নির্বাচিত প্রতিনিধি মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা ব্যাক্ত করেন তিনি।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *