“গুরুতর অসদাচরণ”-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে তাঁর পদ থেকে অপসারণ


নিউজ ডেস্কঃ
তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, রাষ্ট্রপতির নির্দেশে গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সম্মুখে তথ্য কমিশন বাংলাদেশের তথ্য কমিশনার মাসুদা ভাটির “গুরুতর অসদাচরণ”-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ১৬ দফা (৬) তৎসহ তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৬(১) ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ১৬ জানুয়ারি মাসুদা ভাট্টিকে তাঁর পদ থেকে অপসারণ করেছেন।