চট্টগ্রামের বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসায় তারুণ্যের উৎসব অনুষ্ঠিত


জাবেদ হোসেন :–
বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসায় তারুণ্যের পিঠা উৎসব ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারী) বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্যোগে হস্তশিল্প, ফুসকা, চটপটি,ঝালমুড়ি বস্ত্র শিল্প, সবজি বিতান ,পিঠা স্টল সহ ১০ টি স্টলে উৎসবমুখর পরিবেশে ‘বাংলাদেশকে বদলাই, বিশ্বকে বদলাই’ এই শ্লোগানে মাদ্রাসা মাঠে তারুন্যের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সুপার মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন মীরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির খান । অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা দাতা সদস্য আব্দুল মান্নান সওদাগর,মাদ্রাসার সহ সুপার হাফেজ জহুরুল হক, সহকাররি শিক্ষক একরামুল হক, মোঃ হায়দার আলী, মাস্টার নুর উদ্দীন, হাফেজ একরামুল হক,হাফেজ আতাহের আলী, জাহিদুল ইসলাম আরিফ, মাস্টার হাবিল উদ্দিন, মাস্টার তারেক রহমান, মাওলান কামরুল নাহার,সাহেদা বেগম, শিরিনা আক্তার সহ মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।