চট্টগ্রামের মিরসরাইয়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সাপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে


জাবেদ হোসাইন :
চট্টগ্রামের মিরসরাইয়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সাপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) মিরসরাই উপজেলা পরিষদ চত্ত্বরে উক্ত মেলা অনুষ্ঠিত হয় দিনব্যাপী বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প দর্শনার্থীদের দেখায়। দর্শনার্থীরাও মুগ্ধ হয়ে তাদের ব্যাখ্যা শুনেন। দিনব্যাপী মেলায় দর্শনার্থীদের প্রচুর ভীড় লক্ষ করা যায়।”জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই শ্লোগানে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।দেখা গেছে, বিভিন্ন স্টলে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প দেখাচ্ছেন এবং দর্শনাথীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মেলা দেখতে আশা প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ আবছার উদ্দিন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যত। তাদেরকে আরো উৎসাহ দেয়ার জন্যই মেলায় আশা। তিনি বলেন, এখানে এসে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প দেখে বেশ ভালো লাগলো। তারা আরো বড় পরিসরে মেলার আয়োজন করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
এ উপলাক্ষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিচারকদের বিচারে স্কুল পর্যায়ে মারুফ মডেল উচ্চ বিদ্যালয় প্রথম, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও ঝুলুনপুর বেণীমাধব উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। কলেজ পর্যায়ে মহাজন হাট ফজলুর রহমান কলেজ প্রথম, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে দ্বিতীয় ও নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ তৃতীয় স্থান অর্জন করে।