ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ জুরাইনের স্কুল ছাত্র নয়নের খোঁজ নেয়নি কেউ

প্রকাশিত: 10:21 pm, December 19, 2024 | আপডেট: 10:21 pm,

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ জুরাইনের স্কুল ছাত্র নয়নের খোঁজ নেয়নি কেউ

আনোয়ার হোসেন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নয়নের খোঁজ নেয়নি কেউ। ছাত্র আন্দোলনের ঠিক শুরুর সময় ১৮ জুলাই বিকালে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আন্দোলনে অংশ নিয়ে পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন গোপালপুর স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র জুরাইন মুন্সিবাড়ি এলাকার বাসিন্দা মোঃ নয়ন মাহমুদ। দীর্ঘদিন চিকিৎসা নিলেও এখনো লাঠিতে ভর দিয়ে খুরিয়ে খুরিয়ে হাঁটতে হয় তাকে।

 

আহত ছাত্র নয়নের বড় বোন আখি জানান, ১৮ জুলাই আন্দোলনে অংশগ্রহণ করতে যায় আমার ছোট ভাই নয়ন। যাত্রাবাড়ীর কাজল এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয় সে। গুলিবিদ্ধ হয়ে প্রায় দুই ঘন্টা জ্ঞানহীন অবস্থায় রাস্তার পরেছিল তার নয়ন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখান থেকে পুরান ঢাকার সূত্রাপুরে একটি বেসরকারি ক্লিনিকে দীর্ঘদিন চিকিৎসা নিলেও টাকার অভাবে সম্পূর্ণ চিকিৎসা না করেই হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসি ওকে। এখনো পায়ে তীব্র ব্যথা অনুভব করে সে এবং লাঠি ছাড়া চলতে পারে না।

 

তিনি আরো বলেন, নয়ন আহত হওয়ার কারনে, ওর চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আমাদের পরিবার অর্থ সংকটে মানবেতর জীবনযাপন করছি।

 

আক্ষেপ নিয়ে আন্দোলনের অংশ গ্রহণকারী নয়ন বলেন , আন্দোলন করে আমরা আহত হলাম। আজ নতুন বাংলাদেশের সুফল সবাই ভোগ করছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখন রাজনীতি নিয়ে ব্যস্ত। কেউ আমাদের আর খোঁজ-খবর রাখে না। খেয়ে, না খেয়ে দিন যাচ্ছে। কেউ খবর নিতে এলো না। গত চার মাসে বর্তমান সরকারের লোকজনও কোন খোঁজ-খবর নিতে এলো না। আমার চিকিৎসার জন্য কেউ কোনো সহায়তা করতেও এগিয়ে আসেনি।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *