ছিনতাই রুখতে রাজধানীতে টহল বাড়ানোর নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার 

প্রকাশিত: 11:57 pm, December 15, 2024 | আপডেট: 11:57 pm,

ছিনতাই রুখতে রাজধানীতে টহল বাড়ানোর নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার 

রিপোর্টার সারাফাত হোসেন ফাহাদ : ছিনতাই রুখতে রাজধানীতে শেষ রাতে টহল বাড়াতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

রোববার (১৫ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানা স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

তিনি বলেন, ছিনতাই বেড়েছে সে কথা ঠিক, তবে ভোরবেলা ছিনতাই বেশি হচ্ছে। এজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ছিনতাই দমন করা যায়।

 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বরের নিরাপত্তা নিয়ে আজ আমরা আলোচনা করেছি। পাশাপাশি তবলীগ জামায়াতের ইজতেমা নিয়ে আলোচনা করেছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ট্রাফিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থা আছে এখান থেকে আরও উন্নতি করতে হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *