জুলাই হত্যাকাণ্ডে শাস্তি হলে শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে পারবেন না- অ্যাটর্নি জেনারেল


নিউজ ডেস্কঃ
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘জুলাই হত্যাকাণ্ডে শাস্তি হলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ তার দলের নেতারা নির্বাচনে অংশ নিতে পারবেন না।’ শুক্রবার সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ‘শেখ হাসিনার নির্মম পরিণামের পরে তার পাশে দলের কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না। যারা নির্বাচন ব্যবস্থাকে ধংস করেছিল, সংবিধান কেটে-ছিঁড়ে মানুষের অধিকারকে ভূলণ্ঠিত করেছে, তারা ইতিহাসের খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে, ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়ে তারা বিচারের মাধ্যমে কারাগারে যাবে। জুলাই বিপ্লবে শহীদরা ইতিহাসের মহানায়ক হয়ে থাকবেন।’