টেকনাফে মাটিতে পুঁতে রাখা ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছেন বিজিবি 

প্রকাশিত: 7:34 pm, February 6, 2025 | আপডেট: 7:34 pm,

টেকনাফে মাটিতে পুঁতে রাখা ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছেন বিজিবি 

নিজস্ব প্রতিবেদক উখিয়া কক্সবাজার :কক্সবাজার টেকনাফে ২ বিজিবি অভিযান চালিয়ে ৪ লাখ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।  এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান।

 

তিনি জানান,৬ ফেব্রুয়ারি রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ নোয়া পাড়া নাফ নদীর আদমের জোড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে।

 

পরবর্তীতে, বিজিবি নাফ নদীতে অজ্ঞাত পাচারকারীদের আনাগোনা লক্ষ্য করে ওই এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ কালে ৪-৫ জন ব্যক্তি নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে কেওড়া জঙ্গলের ভিতর দিয়ে মাদক পাচার কালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদকারবারীরা জংগল দিয়ে রাতের আঁধারে নৌপথে সীমান্তের ওপারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

বিজিবি সদস্যরা উক্ত এলাকা তল্লাশী করে মাটিতে পুঁতে রাখা চারটি বস্তা উদ্ধার করে। বস্তার ভিতর থেকে ৪ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত মাদকদ্রব্য প্রচলিত আইন অনুযায়ী কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে । মাদক পাচারের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *