ঢাকা জেলার “ঢাকা- থ” সিএনজি অটোরিক্সা চলকদের পুলিশ কমিশনারের বরাবর স্মারকলিপি

প্রকাশিত: 5:46 am, January 6, 2025 | আপডেট: 5:46 am,

ঢাকা জেলার “ঢাকা- থ” সিএনজি অটোরিক্সা চলকদের পুলিশ কমিশনারের বরাবর স্মারকলিপি

ঢাকা জেলার গাড়ি “ঢাকা- থ” সিএনজি অটোরিক্সা মহানগরীতে চলাচলের সুযোগদানের দাবিতে জমায়েত এবং জমায়েত শেষে পুলিশ কমিশনার ঢাকা, বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ জানুয়ারি ২০২৫ইং রোজ রবিবার সকাল ১০.০০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা মালিক/শ্রমিক কল্যাণ সোসাইটি’র উদ্যোগে ঢাকা জেলার গাড়ি “ঢাকা- থ” সিএনজি অটোরিক্সা মহানগরীতে চলাচলের সুযোগদানের দাবিতে জমায়েত এবং জমায়েত শেষে পুলিশ কমিশনার ঢাকা, বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা মালিক/শ্রমিক কল্যাণ সোসাইটি’র সভাপতি মো. জুয়েল মালতীয়া। পরিচালনা করেন সোসাইটি’র সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। বক্তব্য রাখেন সোসাইটির উপদেষ্টা মো. আব্দুল জাব্বার, ২৬৪০ এর সভাপতি মো. আলমগীর কবীর, কার্যকরী সভাপতি মো. মনির, ২৯৭৮ এর সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন দুলাল, শেখ হানিফ, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, সাংবাদিক শামসুল ইসলাম সোলজার, শাহজালাল, ইকবাল, কবীর হোসেন, জুয়েল আহমেদ রুবেল, ফয়েজ আহমেদ রুবেল, জয়নাল আবেদীন, মোস্তাফিজুর রহমান সুমন, রাজিব, শামীম, নয়ন, হাসান মৃধা, মেহেদী হাসান বাবু, আব্দুল কুদ্দুছ, ছোহেল আহমেদ সোহেল, মাসুদ রানা, আমিন, মনির, আনোয়ার, ফরহাদ, লিটন প্রমুখ।

জমায়েত শেষে মিছিল সহকারে পুলিশ কমিশনার ঢাকা, বরাবরে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে বেইলী রোডে পৌছালে পুলিশ বাধা দিলে উপস্থিত শ্রমিকরা রাস্তায় বসে পড়ে। পরে ৩ সদস্যের একটি শ্রমিক প্রতিনিধি দল পুলিশ কমিশনারের সাথে সাক্ষাতকালে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। কমিশনার মহোদয় তাদের বিষয়ে নমনীয় থাকার আশ^াসের প্রেক্ষিতে কর্মসূচি সমাপ্ত করে রাস্তা ছেড়ে সবাই ঘরে ফিরে যান।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *