তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়তে বন্ধুরাষ্ট্রের সহযোগিতা চান ড. ইউনূস

প্রকাশিত: 4:55 pm, September 26, 2024 | আপডেট: 4:55 pm,

তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়তে বন্ধুরাষ্ট্রের সহযোগিতা চান ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ‘গোটা জাতি আজ ঐক্যবদ্ধ যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, তাদের আমরা হতাশ করতে চাই না।’ যুবসমাজের জীবন উৎসর্গ ও অদম্য নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন ঘটেছে। একটি বৈষম্যহীন সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে তারা জীবন দিয়েছে। তরুণদের এই স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন তিনি।নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। বিদেশি বন্ধুদের উদ্দেশে তিনি বলেন, ‘তরুণদের আত্মত্যাগ আমাদের সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা এই সুযোগ হারাতে চাই না। বিদ্যমান রাষ্ট্রকাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের মাধ্যমে তরুণেরা নতুন বাংলাদেশ গড়তে চায়। এটি বাস্তবায়নে আপনাদের সবার সমর্থন প্রয়োজন।’



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *