তেরখাদায় ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেফতার


সাব্বির হোসেন: খুলনা জেলাধীন তেরখাদা উপজেলার কুমিরডাঙ্গা গ্রামে এক বছর আগে রিমা খাতুন (৩১)নামে এক গৃহবধূকে ব্ল্যাকমেইল করে, একাধিকবার ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মফিজ শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে তেরখাদা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, আসামি মফিজ শেখ (৪০) বাদিনীকে গত এক বছর পূর্বে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং কৌশলে মোবাইলে ভিডিও ধারণ করে বাদিনীকে ভয় দেখিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করতে থাকে । সর্বশেষ গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে আসামি তেরখাদার কুমিরডাঙ্গা গ্রামস্থ বাদীর বসত বাড়ির শয়নকক্ষে ঢুকে শারিরিক মেলামেশার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার হুমকি দিয়ে বাদিনীকে আবারও জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনায় গৃহবধূ রিমা খাতুন (৩১) বাদী হয়ে সোমবার দিবাগত রাতে তেরখাদা থানায় মামলা দায়ের করেন (যাহার মামলা নং ০৫,ভিকটিম তেরখাদা থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্ত মফিজ শেখকে গত তাং১০-০৩-২০২৫ইং আনুমানিক রাত ৮ঃ০০,ঘটিকায় হাড়িখালী এলাকায় নিজ বাড়ী থেকে মফিজ শেখকে গ্রেপ্তার করে পুলিশ।
এবং১১,০৩,২৫ ইং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর বিভিন্ন ধারায় রুজু করা হয়েছে।
অফিসার্স ইনচার্জ (ওসি) মেহেদী হাসান আরো বলেন অভিযুক্ত মফিজ শেখের বিরুদ্ধে অতীতেও একাধিক ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ফৌজদারি দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা অন্তর্ভুক্ত।
এব্যাপারে স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।