দারুল ইশক হোসাইনিয়া খানকা শরীফের আশেক সাংবাদিক তোফাজ্জল হোসেনের পরলোক গমন

প্রকাশিত: 6:03 am, January 3, 2025 | আপডেট: 6:03 am,

দারুল ইশক হোসাইনিয়া খানকা শরীফের আশেক সাংবাদিক তোফাজ্জল হোসেনের পরলোক গমন

মো. রাসেল কবিরঃ

দারুল ইশক হোসাইনিয়া খানকা শরীফের আশেক ও নারায়ণগঞ্জ জেলার বহুল প্রচারিত দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন পরলোক গমন করেছেন। আজ বৃহস্পতিবার তিনি মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের ডাকে সারা দিয়ে ইহলোকে শেষ নিঃশাস ত‍্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- দারুল ইশক খানকা শরীফের পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও আশেকে রাসূল আলহাজ্ব মোহাম্মদ সোহাগ,  তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেছেন। সাংবাদিক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিক নেতৃবৃন্দ, ব‍্যবসায়ী,  শিক্ষক, বুদ্ধিজীবী ও তার গুনগ্রাহীবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। বৃহস্পতিবার বাদ এশা দারুল ইশক খানকা শরীফে সাপ্তাহিক মাহফিলে মোঃ তোফাজ্জল হোসেনের বিদেহী আত্মার শান্তি ও তার জন্য জান্নাতের আলা মাকাম কামনা করে মহাণ আল্লাহর দরবারে মোনাজাত করা হয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *