দেড় লাখ টন চাল গম আমদানির সিদ্ধান্ত

প্রকাশিত: 5:14 pm, November 7, 2024 | আপডেট: 5:14 pm,

দেড় লাখ টন চাল গম আমদানির সিদ্ধান্ত

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এক লাখ টন বাসমতি চাল এবং ৫০ হাজার টন গম আমদানি করবে সরকার। এছাড়া কৃষকের জন্য ৩০ হাজার টন সার ও টিসিবির মাধ্যমে বিক্রির জন্য ৫ হাজার টন চিনি কেনা হবে। আর আমদানি করা হবে দুই কার্গো এলএনজি গ্যাস। সচিবালয়ে বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের এ কেনাকাটায় ব্যয় হবে ২ হাজার ১০৪ কোটি টাকা। বৈঠকে এক লাখ টন বাসমতি চাল-গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ব্যয় হবে ৪৬৭ কোটি টাকা। এরমধ্যে সিঙ্গাপুরের অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে ৫০ হাজার টন গম এবং ও ভারতের ভেলপুর পট্টাভী অ্যাগ্রো ফুডস প্রাইভেট লিমিটেডে থেকে ৫০ হাজার টন আনা হবে। এছাড়া সিঙ্গাপুরের অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে ৫০ হাজার টন গম আমদানির অনুমোদন দেয়া হয়। ব্যয় ধরা হয়েছে ১৮০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা। প্রতি টন গমের দাম ধরা হয়েছে ৩০১ দশমিক ৩৮ মার্কিন ডলার।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *