দেশ জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ


নিজস্ব সংবাদদাতাঃ
শনিবার (৪ জানুয়ারি) দেশ জনতা পার্টি নামে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। রাজধানীর কাওরান বাজারের ইডিবি ট্রেড সেন্টারে দৈনিক সকালের সময় পত্রিকা অফিসের কনফারেন্স রুমে “দেশ জনতা পার্টি”র শুভ আত্ম প্রকাশ ঘোষনা করা হয়। মানবাধিকার কর্মী সাংবাদিক মোঃ নূর হাকিমকে পার্টির সভাপতি হিসেবে সকলের নিকট পরিচয় করিয়ে দেন পার্টির প্রধান উপদেষ্টা এড. ইকবাল কবির।
দেশ জনতা পার্টির শুভ আত্মপ্রকাশ অনুষ্ঠানে পার্টির সভাপতি মোঃ নূর হাকিম বলেন, আমরা সাম্য, ন্যায় বিচার, বৈষম্যমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করবো। অনুষ্ঠানে পার্টির সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয় দৈনিক নতুন দিন পত্রিকার সম্পাদক ইদ্রিস আলী নান্টুকে। অনুষ্ঠানে তিনি বলেন, সাংবাদিকদের কোনো সমস্যা হলে এই দল সাংবাদিকদের পক্ষে কথা বলবে। একটি সৎ পার্টি বাংলাদেশে দরকার। এই পার্টি হবে দেশের সৎ ন্যায়ের পার্টি। এই পার্টিকে এই দেশে বড় পরিসরে আপনারা দেখতে পারবেন। প্রত্যকের সমালোচনা করার অধিকার রয়েছে, যে কোন অন্যায় দেখবেন আপনারা সমলোচনা করবেন।
অনুষ্ঠান শেষে দলের কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। এতে সহ সভাপতি হিসেবে ঘোষনা করা হয় সুলতান মাহমুদ রেযা, কমশ চৌধুরী, মোঃ ফারুক হোসেন, এড. সাইফুল ইসলাম এর নাম।
অনুষ্ঠানে বাংলাদেশ সর্বজনীন দলের প্রতিষ্ঠাতা মোঃ রাসেল কবির, সাহেল আহম্মেদ সোহেল বতর্মান সভাপতি আবুল হাসেম প্রচার সম্পাদক মাহবুব আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
.