নাঃগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ছাত্রদল নেতা জাকির খান বেকসুর খালাস

প্রকাশিত: 3:51 am, January 8, 2025 | আপডেট: 3:51 am,

নাঃগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ছাত্রদল নেতা জাকির খান বেকসুর খালাস

হাতিম বাদশাহ: নারায়ণগঞ্জে এড,তৈমুর আলম আলম খন্দকারের ছোট ভাই আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় সাবেক জেলা ছাত্রদলের সভাপতি জাকির খান সহ সকল আসামীকে বেকসুর খালাস দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত বিচারক মমিনুল ইসলাম। রায়ের পর আনন্দ প্রকাশ করেন জাকির খান।

 

মঙ্গলবার ৭ই জানুয়ারী সকালে জাকির খানের রায়কে কেন্দ্র করে আদালত পাড়ায় কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা হয়। কয়েক হাজার নেতাকর্মীদের উপস্থিতে জাকির খানকে আদালতে আনা হলে ফুল দিয়ে তাকে বরন করে নেয় নেতাকর্মীরা। রায় ঘোষনার পরে আদালতে মিষ্টি বিতরন করে আইনজীবী ও নেতাকর্মীরা।

 

জাকির খান বেকসুর খালাস পাওয়ায় জিয়ার আনন্দ মিছিল মিষ্টি বিতরন।

 

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সর্বমোট ৩৩টি মামলা আদালতে বিচারাধীন ছিল। এর মধ্যে ৩০টি মামলায় ইতোমধ্যে খালাস পেয়েছেন জাকির খান। বাকি তিনটি মামলার মধ্যে দুটিতে জামিনে আছেন তিনি। নারায়ণগঞ্জের ব্যাবসায়ী নেতা সাব্বির হত্যা মামলায় খালাস পাবার পর তার মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *