নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

প্রকাশিত: 4:38 pm, February 11, 2025 | আপডেট: 4:38 pm,

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বিধবা নারীকে (৪০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত তিন আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ৯ ফেব্রুয়ারি দিবাগত রাত সোয়া ১২ টায় সিদ্ধিরগঞ্জের আলামিন নগর এলাকায় ভুক্তভোগীর নিজ ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই ঘটনায় সোমবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

মামলায় অভিযুক্তরা হলেন, ‘নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের নাসিরের ছেলে শরীফ (২৭), ফয়সাল (৪০) ও পটুয়াখালী জেলার বাউফল থানার লালু মোল্লার ছেলে মিজান (৪০)। এদের মধ্যে শরীফ ও মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় ভুক্তভোগী জানান, ‘তিনি তার ভাগ্নেকে নিয়ে সিদ্ধিরগঞ্জের আলামিন নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। পেশায় একজন গার্মেন্টস কর্মী। মামলায় অভিযুক্ত শরীফ বাড়ির কেয়ারটেকার ও মিজান একই বাড়ির ভাড়াটিয়া। গত শনিবার রাতে হঠাৎ করেই তার দরজায় নক করে শরীফ দরজা খুলতে বলে। দরজা খোলার সাথে সাথেই আসামিরা ভেতরে প্রবেশ করে তাকে রান্নাঘরে আটকে ধর্ষণ করে শরীফ ও ফয়সাল। ফ্ল্যাটে থাকা তার ভাগ্নে ও ভাতিজাকে আটকে রাখে মিজান। পরে তারা চলে যাবার আগে সবাইকে হত্যার হুমকি দিয়ে সরে যায়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম। তিনি বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ এবং দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক আসামিকে ধরতে অভিযান চলছে



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *